বেড়াতে গেলেও গাছে পানি দেবে Bongotech এর স্মার্ট ডিভাইস – Automatic Smart Watering Device Bangladesh

ছাদবাগান নিয়ে বরাবরই আমার একটা আলাদা ভালোবাসা কাজ করে। প্রতিদিন অবসরে গাছের যত্ন নেওয়া, পানি দেওয়া—এসব কাজে অন্যরকম একটা মানসিক আনন্দ পাই। অন্যদিকে আমি যেহেতু ভ্রমণ করতে ভালোবাসি তাই দীর্ঘ ভ্রমণে থাকলে কিংবা অন্যান্য ব্যস্ততায় কারনে আমার শখের এই বাগানের যত্ন নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষকরে গাছে সময়মতো পানি না দিলে গাছগুলো দুর্বল হয়ে যায়।

অনেকদিন থেকে আমার ছাদবাগানের গাছগুলোতে অটোমেটিক পানি দেওয়ার ব্যবস্থার উপায় খুজতেছিলাম। হঠাৎ একদিন বন্ধু লাবিব ইত্তিহাদুলের মাধ্যমে চমৎকার একটি ডিভাইসের সন্ধান পাই। সেটা ছিলো একটি স্মার্ট ওয়াটারিং ডিভাইস। মজার বিষয় হচ্ছে এটা বাংলাদেশি একটি প্রডাক্ট। Bongotech এর জোবায়ের হোসাইন এটি তৈরী করেছেন। এর পর ওনাদের সাথে যোগাযোগ করি। এরপর স্বয়ং Bongotech এর প্রধান এই Automatic Smart Watering Device এর নির্মাতা জোবায়ের ভাই নিজেই একদিন এসে গাজীপুরের কাপাসিয়ায় আমার ছাদবাগানে এসে ডিভাইসটি সেটআপ করে দেন। পুরো প্রক্রিয়াটি এত সহজ যে কেউ চাইলে নিজেও করতে পারবেন। নিচে সম্পুর্ন সেটাপ প্রক্রিয়ার একটি ভিডিও দিয়ে দিলামঃ

এই স্মার্ট ডিভাইস সেটাপ করার পর এখন আর আমাকে নিজে থেকে ম্যানুয়ালি কষ্ট করে গাছে পানি দেওয়া লাগবেনা। বাসায় থাকি বা না থাকি, পৃথিবীর যেকোন জায়গায় অবস্থান করলেও, এই অটোমেটিক পানি দেওয়ার ডিভাইসটি স্বয়ংকৃয়ভাবেই আমার হয়ে গাছে পানি দিবে। এটি মোবাইল এপ্সের মাধ্যমে ব্লুটুথ ও ওয়াইফাই দিয়ে নিয়ন্ত্রন করা যায়, এছাড়াও সিডিউল করেও রাখা যায়। তাই ভ্রমণে গেলে কিংবা কোথাও বেড়াতে গেলেও আমার শখের ছাদবাগানে পানি দেওয়া নিয়ে আর চিন্তা করতে হবেনা।

Bongotech এর স্মার্ট ওয়াটারিং ডিভাইসের কিছু বৈশিষ্ট্যঃ

আমার ছাদবাগানে এটি ব্যবহার করে আমি যে দারুণ ফিচারগুলো উপভোগ করছি:

  1. স্বয়ংক্রিয় পানি সরবরাহ
    সিডিউল করে রাখলে নির্ধারিত সময়ে গাছে পানি পৌঁছে যায়।
  2. অ্যাপস দিয়ে নিয়ন্ত্রণ
    মোবাইলের মাধ্যমে ব্লুটুথ ও ওয়াইফাই ব্যবহার করে ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যায়।
  3. সিডিউল সেট করা যায়
    আমি একবার সিডিউল সেট করেই নিশ্চিন্ত থাকি। প্রতিদিন কিংবা একদিন পর পর নিজের ইচ্ছামত সিডিউল সেট করা যায়।
  4. বহুমুখী ব্যবহার:
    বাড়ির বাগান, বারান্দা বা ছাদবাগানের জন্য আদর্শ।
  5. সঠিক পানি সরবরাহ:
    নিয়মিত এবং সঠিক পরিমাণে পানি দিয়ে গাছের স্বাস্থ্য সুরক্ষিত রাখে।
  6. দেশীয় পণ্য, গর্বের প্রতীক
    Bongotech-এর মতো প্রতিষ্ঠান যে বাংলাদেশে এমন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছে, তা আমাদের জন্য গর্বের।
  7. পানি অপচয় রোধ
    গাছে প্রয়োজনের অতিরিক্ত পানি সরবরাহ হয় না। তাই পানির সাশ্রয় হয়।
  8. ড্রিপ সেচ ব্যবস্থা
    ড্রিপ ইরিগেশনের মাধ্যমে পানি সরাসরি গাছের গোড়ায় পৌঁছায়, ফলে পানির অপচয় অনেক কমে যায়।

ড্রিপ সেচ ব্যবস্থাঃ

Bongotech Smart Drip Irrigation System

Bongotech স্মার্ট ওয়াটারিং ডিভাইসের একটি চমৎকার ফিচার হলো ড্রিপ ইরিগেশন (Drip Irrigation) সিস্টেম। এটি এমন একটি সেচ পদ্ধতি, যেখানে গাছের গোড়ায় সরাসরি পানি পৌঁছে দেওয়া হয়।

Bongotech ডিভাইসের সাথে ড্রিপ পাইপ সংযুক্ত করা হয়, যা প্রতিটি গাছের গোড়ায় বসানো থাকে। পাইপের মাথায় Adjustable Dripper সংযুক্ত থাকে। যার মাধ্যমে পানির স্পীড কম বেশি করা যায়।

মোবাইল অ্যাপের মাধ্যমে সিডিউল সেট করলে নির্ধারিত সময় অনুযায়ী ডিভাইসটি প্রতিটি গাছে প্রয়োজনীয় পরিমাণ পানি পৌঁছে দেয়। ড্রিপ ইরিগেশন ব্যবস্থা আপনার ছাদবাগানের পানি ব্যবস্থাপনা সহজ করে তোলে এবং পানির খরচ কমায়। এটি বিশেষ করে তাদের জন্য কার্যকর, যাদের বাগানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং প্রতিটি গাছের জন্য আলাদা যত্ন প্রয়োজন।

টেকনিক্যাল স্পেসিফিকেশনঃ

Bongotech-Smart-Watering-Device
  • 🎨 রঙ: অফ হোয়াইট
  • 🔌 পাওয়ার সাপ্লাই: 12V DC (2.0 Amp)
  • 📶 সংযোগ ব্যবস্থা: ব্লুটুথ ও ওয়াইফাই (অনলাইন সংস্করণ)
  • 💦 পানি প্রতিরোধী: Splash-proof design
  • 📲 কন্ট্রোল অ্যাপ: ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ
  • 🛡️ ওয়ারেন্টি: ১ বছর

বাস্তবে ব্যবহার অভিজ্ঞতা (Review):

ডিভাইসটি ব্যবহারের পর আমার ছাদবাগান এখন আরও সবুজ আর সতেজ থাকে। প্রতিদিন সকালে বাগানে গিয়ে দেখি, গাছগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। আগে যখন পানি দিতে ভুল হয়ে যেত, তখন গাছগুলো ক্লান্ত দেখাতো। এখন আর সেই সমস্যা নেই।

সবচেয়ে বড় সুবিধা একবার শিডিউল করে রাখলে আর কোন চিন্তা করতে হয়না। এটি এমন একটি ডিভাইস, যা আপনার গাছের পানি দেওয়ার দায়িত্ব পুরোপুরি নিজের হাতে তুলে নেয়।

  • শিডিউল ফিচার কি আসলেই কাজ করে?
  • শিডিউল টাইমে ইলেক্ট্রিসিটি চলে গেলে/না থাকলে কী হবে?
  • গাছে পানির স্পিড কি এডজাস্ট করা যায়?
  • সকল গাছে কি সঠিকভাবে পানি পৌছায়?

বেশ কয়েকদিন ব্যবহারের পর আমার নিজের অভিজ্ঞতাগুলো সরাসরি তুলে ধরার চেস্টা করেছি নিচের ভিডিওটিতে। আশা করি ভিডিওতে উপরের প্রশ্নগুলোর উত্তর পাবেন।


কোথায় পাবেন Bongotech স্মার্ট ওয়াটারিং ডিভাইস?

আপনার গাছের যত্নে যদি এই অসাধারণ ডিভাইসটি ব্যবহার করতে চান, তবে Bongotech এর সাথে যোগাযোগ করতে পারেনঃ

  • হোয়াটসঅ্যাপ: +8801711292273
  • ওয়েবসাইট: bongotech.ai

আমার অনুপস্থিতিতেও শখের ছাদবাগানকে সতেজ রাখতে এই স্মার্ট ডিভাইসটি আমার জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস। প্রযুক্তি যে কেবল জীবনকে সহজ করে না, বরং আমাদের শখগুলোকে আরও সুন্দরভাবে ধরে রাখতে সাহায্য করে—Bongotech-এর এই Smart Automatic Watering Device তার প্রমাণ। আপনিও যদি বাগান ভালোবাসেন, তবে এই ডিভাইসটি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন।

Automatic Watering System in Bangladesh (Drip Irrigation)

Good news for gardeners in Bangladesh! Bongotech has developed an automated drip irrigation system that makes watering plants efficient and hassle-free. Whether you’re at home or traveling, this innovative system allows you to automate, schedule, and control your garden’s watering directly from your phone using a FREE mobile app. With precise scheduling features, your plants will always receive the right amount of water, even while you’re away on vacation. This system delivers water directly to the roots through a network of pipes and drip emitters, conserving water while ensuring optimal plant hydration.

The Bongotech drip irrigation system is the perfect choice for gardeners looking to save time and optimize water usage. It ensures consistent hydration for flowers, vegetables, or lawns, boosting plant growth and health. Designed for simplicity and practicality, it offers a cost-effective and convenient way to enhance gardening efficiency. With its user-friendly features and adaptability to different garden sizes, this innovative solution is a revolutionary step toward smarter, more sustainable gardening in Bangladesh.

About Sajedul Haque

Hi, I’m Sajedul HaqueNomadic Marketer and passionate Traveler. I blend my love for exploring new places with my expertise in Making Videos, SEO and affiliate marketing, working remotely from different corners of the world.

Leave a Comment